কহিল ছাত্র,
ইহকাল পরকাল অতীত জানিতে
পড়িতে চাই ইতিহাস।
শিক্ষক কহিল,
কোরআন পড়িলে জানিবে অতীত
করিতেও পারো স্বর্গবাস।


কহিল ছাত্র,
কতইনা মজা কবিতা পড়িতে
কবিতা পড়িবো হামেশা।
শিক্ষক কহিল,
পড়িলে কোরআন কবিতার সুরে
মিটিবে মনের আশা।


কহিল ছাত্র,
গল্প কাহীনি উপন্যাস আমার
হদয়ে ঝড় তোলে।
শিক্ষক কহিল,
কোরআনের মাঝে রহিয়াছে গল্প
যাচ্ছ কেন ভুলে?


কহিল ছাত্র,
আসমান জমীন সমুদ্র চষিতে
বিজ্ঞান পড়িতে চাই।
শিক্ষক কহিল,
কোরআন পড়িও কোরআনই বিজ্ঞান
কোরআনের জুড়ি নাই।


কহিল ছাত্র,
ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য
মানব জীবনের অঙ্গ।
শিক্ষক কহিল,
কো্রআনই তোমার জীবন বিধান
কোরআন করিওনা ভঙ্গ।


কহিল ছাত্র,
রাজনীতি আর আইন বিচার
কিভাবে যাইবো ভুলিয়া?
শিক্ষক কহিল,
এইসব কিছু কোরআনেই আছে
কোরআনকে নাও তুলিয়া।


কহিল ছাত্র,
মরিলে কেহবা সম্পদ রাখিয়া
বন্টন বড়ই কঠিন।
শিক্ষক কহিল,
কোরআন পড়িলে নিসার মাঝেই
খুঁজিয়া পাইবে দ্বীন।


কহিল ছাত্র,
অভাব অনটন অসুখে বিসুখে
মানুষ করে হাহুতাশ।
শিক্ষক কহিল,
কোরআন্ই হচ্ছে উত্তম দাওয়াই
বহিবে হৃদয়ে সুবাতাস।


কহিল ছাত্র,
মিথ্যার সাথে আপোষ করিয়া
সুখী হওয়া যায়না।
শিক্ষক কহিল,
কোরআন পড়িও কোরআন শিখিও
কোরআনই জীবনের আয়না।


কহিল ছাত্র,
অধ্যায়ন করিয়া জ্ঞানের ভান্ডার
পূর্ণ করিবো আমি।
শিক্ষক কহিল,
কোরআন অপেক্ষা সর্বোত্তম গ্রন্থ
কোথাও পাবেনা তুমি।।
..........****.........


রচনাকালঃ ৩০/০৯/২০২১ খ্রিঃ